ইয়াসিন পবিত্র কুরআনের ৩৬তম সুরা যা অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কাতে। রাসূল সা: বলেছেন, ‘সূরা ইয়াসিন কুরআনের হৃৎপিণ্ড।’
ইয়াসিন সূরা ফজিলত
এই সূরা পাঠ করলে অনেক রকম ফজিলত আাছে ।
১। এই সূরা এক বার পাঠ করিলে দশ বার পবিত্র কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে।
২ । কোন ব্যক্তি নিয়মিত এই সূরা পাঠ করলে তার জন্য বেহেশতের ৮ টি দরজা খোলা থাকবে।
৩ । কোন ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই সূরা টি পড়ে ঘুমালে সাকালে সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠিবে।
→ তাই সকল মুসলিম ভাই ও বোন দের এই সূরা টি মুখাস্ত করার জরুরি ও পাঠ করা জরুরি আর তাই আমাদের অ্যাপটি তৈরী হয়েছে।
এপ টি তে আর যা পাবেন
১) সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ
২) ইয়াসিন সূরার বাংলা অর্থ
মহান স্রষ্টা আল্লাহ তাআলা সব জ্ঞানের নির্যাস বিজ্ঞানময় আল কুরআন নাযিল করেছেন তাঁর সর্বশেষ রাসুল সা. এর উপর। যাতে তাঁর প্রিয় বান্দারা সতর্ক হতে পারে, সঠিক পথ পেতে পারে এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য, গন্তব্য ও কর্তব্য সম্পর্কে জেনে সে অনুযায়ী নিজেকে পরিচালিত করতে পারে।
এ সূরা পাঠকারী জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশকারী হবে এবং আল্লাহ তা কবুল করবেন।
Comments
Post a Comment