গোপাল ভাড়ের মজার মজার গল্প



গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়।গোপাল ভাঁড়ের গল্প চিরনবীন। কারণ বাঙালিজীবনে অসংগতি, পাগলামো, পরিমিতিবোধের অভাব, রঙ্গরসিকতা ইত্যাদি থাকবেই। আর গোপাল ভাঁড়ও তাই থাকবেন।

গোপাল ভাঁড় শুধু একটা নাম নয়- একটি নির্দিষ্ট সময়ের, একটি যুগের ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় একে অপরের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছেন যে একজন কে ছাড়া অন্যজনের ইতিহাস অপূর্ণ থেকে যায়।

গোপাল ভাঁড় (বা গোপাল ভান্ড) ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার / ভাঁড় ও মনোরঞ্জনকারী। তিনি অষ্টদশ শতাব্দীতে প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভূক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি প্রতিকৃতি ভাষ্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে|।

 গোপাল ভাড়ের মজার মজার  গল্প

Comments