শিশুদের মজার ছড়া



আমাদের এই এপের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক শিশুদেরকে মোবাইল গেমস হতে ছড়া-কবিতায় আকর্ষিত করা। কারণ এখন সবার হাতেই স্মার্টফোন থাকে আর যদি সেখানে এই ছড়ার এপ থাকে তাহলে শিশুরা খুব সহজেই বাংলা ছড়া-কবিতা পড়তে পারবে আর জাতি হবে উণ্ণত।

বর্তমান যুগ হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর যুগ। প্রায় সবার হাতেই স্মার্ট ফোন বা ট্যাব থাকে। ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সব কিছু ফোনের মাধ্যমে করতে অভ্যস্ত হয়ে গেছি। সাথে সাথে বাচ্চারাও স্মার্টফোনের গেইমে আসক্ত হয়ে পড়ছে... বাচ্চাদের এই গেইমের নেশা দুর করতে আমি বাচ্চদের জন্য ভয়েস রিডিং ফিচার সহ রঙিন ছবি সহ বাচ্চাদের উপযোগি বাংলা বই প্রকাশ করছি যাতে করে ...বাচ্চারা গেইমের নেশা থেকে বইয়ের নেশায় আকৃষ্ট হয় । এই বইটা মায়েদের জন্য খুব উপকারে আসবে ...যে কোন স্থানে ছাড়া পড়ে পড়ে শুনাতে পারবে ...

 শিশুদের মজার ছড়া

Comments